৯ এপ্রিল গণহত্যার শহীদদের প্রতি এমইউ উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২৩
০৪:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২৩
০৪:৫০ পূর্বাহ্ন



৯ এপ্রিল গণহত্যার শহীদদের প্রতি এমইউ উপাচার্যের শ্রদ্ধা নিবেদন


মুক্তিযুদ্ধ চলাকালে ৯ এপ্রিল সিলেট শহরে গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে সিলেটের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস অধ্যাপক শিব প্রসাদ সেন, ট্রেজারার অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার তারেক ইসলাম, মো. আল-আমিন, মো. রফিক আহমেদ প্রমূখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ এপ্রিল পাক হানাদার বাহিনী মানবহিতৈষী চিকিৎসক ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান, অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীসহসহ ১১ জন স্বাস্থ্যসেবাকর্মীকে যুদ্ধাহতদের চিকিৎসা ও মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন করায় তাদের দায়িত্ব পালনরত অবস্থায় সার্জারি ওয়ার্ডের বারান্দায় লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। নির্মমভাবে হত্যার পর লাশগুলো ফেলে রেখে যায়। পরবর্তীতে শহীদ ডা. শামসুদ্দীন আহমেদ এর পরিবারের উদ্যোগে শহীদদের সমাধি  চিহ্নিত করে এ স্থান সংরক্ষণ করা হয়। এ এলাকার পাশের জায়গাতেই গড়ে উঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ২৫ মার্চ ঢাকার গণহত্যার পর ৯ এপ্রিল সিলেটের এ গণহত্যা দিয়েই বুদ্ধিজীবি হত্যার কালো অধ্যায় রচনা করে পাক হানাদার বাহিনী। 


এএফ/০১