সিসিক মেয়র আরিফুল হকের বাসায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১২, ২০২৩
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২৩
০৩:০৪ পূর্বাহ্ন



সিসিক মেয়র আরিফুল হকের বাসায় অগ্নিকাণ্ড


সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়ায় মেয়রের বাসায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় তবে। তারা পৌঁছার আগেই পরিবারের লোকজন আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে মেয়র আরিফুল হকের মেয়ের কক্ষের আসবাবপত্রসহ সকল জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভার পর চলে এসেছে।’ 

তিনি আরও বলেন, ‘অগ্নিকান্ডের সূত্রপাত কি থেকে কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।’


এএফ/০১