জকিগঞ্জ সংবাদদাতা
এপ্রিল ১৬, ২০২৩
০১:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২৩
০১:০৩ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জে বাসগাড়ির চাকায় পিষ্ট হয়ে হারিছ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেল ছয়টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের নান্দিশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ পলাশপুর গ্রামের মৃত সইব আলীর ছেলে। তাঁর ৫ ছেলে ২ মেয়ে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারিছ আলী একটি দশ সিটা গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে ফেলে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা গাড়ি আটক করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং বাসটি জব্দ করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এএফ/০৫