সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৩
০৭:৩৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২৩
০৭:৩৭ অপরাহ্ন
ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আয়োজন করেন ঈদ আনন্দ আয়োজন ও নৈশভোজের। যেখানে সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আয়োজনকে আনন্দঘন করে তুলে। সুরমা নদী তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গনে এ আয়োজনে ভিন্ন মাত্রা এনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান এমপি, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও শুভানুধ্যায়ীগণ। সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে আমন্ত্রিত অতিথি ও পুলিশ অফিসার-ফোর্সগণ নৈশভোজে অংশ নেন। এর আগে বিকালে পুলিশ সুপার তার বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এএন/০১