হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুকে স্টোরি!

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২৩
১০:০২ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২৩
১০:০২ অপরাহ্ন



হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুকে স্টোরি!


উন্মাদনা ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। কিছু না কিছু পরিবর্তন আসছে প্রতিনিয়তই। নতুন আসা আপডেট অ্যাপের জনপ্রিয়তা বাড়াবে বহুগুণ। কথাগুলো বলছেন ডিজিটাল বিশেষজ্ঞেরা।

ফিচারটি চালু হলে যখনই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া হবে সেই স্ট্যাটাসটি ফেসবুকে চটজলদি স্টোরি হয়ে শেয়ার হবে। যারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পোস্ট ভিন্ন রাখতে চান, তারা ‘ডিফল্ট’ অপশন পরিবর্তন নির্বাচনে সুবিধা নিতে পারবেন।

অন্যদিকে জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামে সরাসরি ফেসবুকে শেয়ারিং ফিচার আগে থেকেই আছে। আগ্রহীরা যে কোনো স্টোরি পোস্ট করার সঙ্গেই বা পরে তা ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারেন। জনপ্রিয় হওয়ায় সেই সুবিধা দেওয়ার কথা জানালো মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়া ছাড়াও ওই একই স্ট্যাটাস ফেসবুক স্টোরি হিসেবে শেয়ার করা যাবে সরাসরি। নতুন সুবিধার মাধ্যমে দ্রুত আরও বেশি মানুষের কাছে নিজস্ব কনটেন্ট ছড়িয়ে দেওয়া সম্ভব।

কিছুদিন আগেই একই নম্বর দিয়ে চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার দারুণ ঘোষণা দিয়েছিল অ্যাপটি। নতুন ঘোষণায় হোয়াটসঅ্যাপ নিজেকে আরও বেশি জনপ্রিয় করে তুলল।

অ্যাপ উদ্ভাবক মেটা (হোয়াটসঅ্যাপ নির্মাতা) আরও বেশকিছু বৈশিষ্ট্য পরীক্ষা করছে বলে জানালেন গবেষকেরা। নতুন ফিচারে স্বয়ংক্রিয়ভাবেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি শেয়ার হয়ে যাবে।

সবশেষ বেটা সংস্করণে (2.23.9.22) অ্যাপের আপডেট পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া ফেসুবক স্ট্যাটাস আপডেটের স্বয়ংক্রিয় শেয়ারিং সুবিধাকে সহজ করে তুলবে। হোয়াটসঅ্যাপের চলতি সংস্করণে ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করার বিকল্প আছে। তবে তা করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে।

নতুন ফিচার পুরোপুর কার্যকর হলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করার সময় ‘অলওয়েজ শেয়ার স্ট্যাটাস অন ফেসবুক’ অপশন দৃশ্যমান হবে।

কবে নাগাদ সুবিধাটি সব হোয়াটসঅ্যাপ ভোক্তার জন্য অবমুক্ত হবে তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। তবে খুব বেশিদিন অপেক্ষায় থাকতে হবে না তা বলা যায় নিশ্চিত করেই।


এএফ/০১