সিসিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের কুটু

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২৩
০১:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২৩
০৭:৩৮ অপরাহ্ন



সিসিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের কুটু


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত মনোনয়ন কিনেছেন মাত্র দুইজন। তাদের একজন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. আবদুল হানিফ কুটু। তিনি সিসিকের নারী কাউন্সিলর নাজনিন আক্তার কনার স্বামী। আওয়ামী লীগে এখন কোনো পদে না থাকলেও নির্বাচনে মাঠে তার আবির্ভাব আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। 

তিনি বলেন, ‘মেয়র পদে এ পর্যন্ত দুই জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মো. আবদুল হানিফ কুটু গতকাল মঙ্গলবার এবং আজকে মো. আব্দুল মান্নান খান। 

হঠাৎ করে মনোনয়ন সংগ্রহের বিষয়ে কুটু বলেন, ‘এ শহরে আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। আমি বিশ্বাস করি মানুষ আমাকে গ্রহণ করবে। এই বোধ থেকেই আমার মনোনয়ন কেনা। আগামী ২২ অথবা ২৩ মে মনোনয়নপত্র জমা দেবো।’

মো. আবদুল হানিফ কুটু আশির দশকে সিলেটের ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। তিনি ১৯৮৬-৮৭ সালে ছাত্রলীগের ব্যানারে ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্র সংসদে নির্বাচন করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় তিনি উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। পরে ১৯৯১-৯২ সালে একই ছাত্র সংগঠনের ব্যানারে নির্বাচন করে সিলেট সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সিলেট জেলা ছাত্রলীগ এবং পরে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যও ছিলাম। 

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোট হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে, বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।


এএফ/০২