সিসিক নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২৩
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২৩
০৭:৩৭ অপরাহ্ন



সিসিক নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। সিসিক নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুল। মেয়র পদে মনোনয়ন দৌড়ে ছিলেন জাতীয় পার্টির তিন নেতা। 

আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভায় তাকে প্রার্থী ঘোষণা করা হয়।

দলের মনোনয়ন দৌড়ে বাবুল ছাড়াও আরো দুই জন নেতা ছিলেন। তারা হলেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী ও সাবেক পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুল। 

মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন নজরুল ইসলাম বাবুল।

তিনি বলেন, ‘সিসিক নির্বাচনের জন্য দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন তাদের আস্থার প্রতিদান দিতে আমি সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’ 

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।


এএফ/০৪