গোয়াইনঘাটে গাজার গাছ লাগিয়ে শ্রীঘরে বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২৩
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২৩
০২:৪৫ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে গাজার গাছ লাগিয়ে শ্রীঘরে বৃদ্ধ


গোয়াইনঘাট উপজেলায় নিজ বাড়ির বাগানে গাজার গাছ লাগিয়ে কারাগারে গেছেন মো. মিজানুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ। পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

মিজান উপজেলার প্রতাপপুর ঢালার পারে মৃত ওহাব আলীর ছেলে।

জানা গেছে, বাড়ির উঠানে ছয়টি গাজার গাছ লাগিয়েছিলেন বৃদ্ধ মিজানুর রহমান। বিষয়টি পুলিশের কানে পৌঁছালে গতকাল বুধবার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশের দল অভিযান চালিয়ে গাজার গাছসহ তাকে আটক করে। মিজানের দাবি তিনি কবিরাজি চিকিৎসার ঔষুধ তৈরির জন্য গাজার গাছ লাগিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘বাড়িতে লাগানো ছয়টি গাজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় গাজা ব্যবসায়ী।’

এএফ/০৬