শাবিপ্রবি প্রতিনিধি
মে ০৭, ২০২৩
০৯:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২৩
০৯:৪৫ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
আজ রবিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কোষাধ্যক্ষ।
পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবীর হোসেন, নবনিযুক্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. জহীর উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।