সিলেট মিরর ডেস্ক
জুন ২৬, ২০২৩
০৪:২৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২৩
০৪:২৭ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক অভিনন্দন বার্তায় বলেন, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘গ্রিন-ক্লিন-স্মার্ট আমরার সিলেট’ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সরকারের সার্বিক সহযোগিতায় তিনি নগরবাসীর প্রয়োজনীয় সেবা প্রদানে সক্ষম হবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন। একই সাথে ক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত মেয়রের সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন।
এএন/০১