সিলেটে আজকেরপত্রিকার বর্ষপূর্তি উদযাপন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩১, ২০২৩
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৩
১২:৪২ পূর্বাহ্ন



সিলেটে আজকেরপত্রিকার বর্ষপূর্তি উদযাপন


সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আজকেরপত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত র‌্যালি ও কেক কাটায় অংশ নেন জনপ্রতিনিধি, রাজনীতিক, প্রশাসন, গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীসহ সুধীজন। এসময় তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে অল্পসময়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে আজকেরপত্রিকা। আগামী দিনেও মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

এরআগে বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অতিথিদের স্বাগত জানান, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক (সিলেট) ইয়াহ্ইয়া মারুফ। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা বর্ণাঢ্য র‌্যালি জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা সেখানে কেক কেটে আজকেরপত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করেন। 

র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক তাহমিন আহমদ, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম, সিলেট বেতারের সহকারি পরিচালক প্রদীপ চন্দ্র দাস, জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক গোলজার আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নোবেল, প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমনকুমার দাশ, কালেরকণ্ঠের ব্যুরো প্রধান ইয়াহ্ইয়া ফজল,  একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, জাগোনিউজ২৪.কমের নিজস্বপ্রতিবেদক ছামির মাহমুদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্না হামিদ, বাউল-গীতিকার ও কণ্ঠশিল্পী বশির উদ্দিন সরকার, একাত্তর টেলিভিশন সিলেটের রিপোর্টার সাকিব আহমদ মিঠু, সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার শাহ শরিফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা সোহেল আহমদ, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর মো. ফয়জুল আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাশ, আজকেরপত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবিদুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা, বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসান, গোলাপগঞ্জের সাংবাদিক এমডি ফাহিম আশরাফ, দৈনিক সিলেটের ডাকের ক্যাম্পাস প্রতিনিধি লবিব আহমদ। 

এএন/০১