সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৫, ২০২৩
০৩:০৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২৩
০৬:৩০ অপরাহ্ন
পিরোজপুর সদর উপজেলায় এক নারীকে (২৬) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে কদমতলা উপজেলার ঝড়ঝড়িয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ১১টার দিকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলযোগে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে ওই নারী পিরোজপুর শহর থেকে কদমতলা উপজেলার দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানে পৌঁছালে দুই যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এরপর ওই নারীকে জোরপূর্বক কাছেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রায় ২ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড রেখে তাকে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগী নারী রাতে পিরোজপুর সদর থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মো. হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, ওই নারী থানা হেফাজতে রয়েছে। তার কাছ থেকে বিস্তারিত জেনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএফ/০৭