পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৬, ২০২৩
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৩
০২:৫৮ পূর্বাহ্ন



পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক


মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত  কমিটির (২০২৩-২৪) অভিষেক অনুষ্ঠান। 

রবিবার বিকেল ৪ টায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও  সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা মোশারফ হোসেন কিরন,  সেচ্ছাসেবক দল পর্তুগালের সভাপতি মুকিতুর রহমান সেলিম। পাশাপাশি পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ আই রনি।

এএন/০৬