সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০১, ২০২৩
০৪:৫২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২৩
১০:৫৪ অপরাহ্ন
তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে হামলাকারীদের একজন নিহত হয়েছেন। হামলার চেষ্টাকারী আরেকজনকে ঠেকিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।
আজ রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, দুই সন্ত্রাসী মন্ত্রণালয় ভবনের ফটকের সামনে হামলা চালান। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিহত হন। হামলায় দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের রাজধানীর কেন্দ্রস্থলে সেনা সদস্য, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি জড়ো হয়েছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।
হামলার পর আঙ্কারায় পাশাপাশি অবস্থিত পার্লামেন্ট ভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এএফ/১০