সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০১, ২০২৩
০২:৫৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২৩
০২:৫৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিসা, তাদের আবেদন করার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর সহকারী মন্ত্রী রেনা বিটার।
আজ রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। তবে নতুন ভিসানীতি প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এর আগে বিকাল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রেনা বিটার সঙ্গে বৈঠক করেন খুরশিদ আলম। বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
খুরশিদ আলম বলেন, নিয়মিত সফরের অংশ হিসেবে তিনি (রেনা ব্টিার) ঢাকা এসেছেন। বৈঠকে নির্দিষ্ট কোনো সমস্যা তারা তুলে ধরেননি। নতুন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় আবেদন করার মাসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ও ও সাধারণ মানুষের ভিসা আবেদন নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার।
তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ভিসানীতি নিয়ে তারা কোনো আলোচনা করেননি। তবে হ্যাঁ, আমাদের কিছু বিষয় ছিল। যেমনÑ আমাদের শিক্ষার্থীরা ঠিকমতো ভিসা পায় না। বাংলাদেশি-বংশোদ্ভূত যারা আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন, তাদেরও ভিসা পেতে সমস্যা হয়। এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি।’
বৈঠকে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা রেনা বিটার কী বলেছেনÑ জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘তারা বলেছে বিষয়টি বিবেচনা করবে। তারা ভিসা দেওয়ার সময় অনেক কমিয়ে আনছে। আগে যেটি অনেক দিন লাগত, এখন সেটি ছয় মাস লাগছে। তারা জানিয়েছে, কোভিডের কারণে তাদের কিছু সমস্যা ছিল, যেটি তারা কাটিয়ে উঠেছে।’
এদিকে গতকাল সন্ধ্যায় এক এক্স বার্তায় (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, রেনা বিটার ও খুরশেদ আলমের আলোচনায় স্টুডেন্ট ভিসার চাহিদা বৃদ্ধি পাওয়া, আমেরিকান নাগরিকদের কনস্যুলার সহায়তা এবং ভিসা ইন্টারভিউর অপেক্ষার সময় কমাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাসহ আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল।
দুদিনের সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান রেনা বিটার। ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন। গতকাল রবিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস পরিদর্শন করেন তিনি। এ সময় দূতাবাস ও কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। আজ সোমবার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে রেনা বিটারের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রেনা বিটার ঢাকা সফর বিদেশি নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি তাদের গভীর, টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে।
এএফ/১৪