শান্তিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৫, ২০২৩
০৯:০৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৯:০৭ অপরাহ্ন



শান্তিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


‘কাংখিত শিক্ষার জন্য শিক্ষক,  শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ স্লোগানে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুহাম্মদ আবু ইছহাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।

বিশেষ অতিথর বক্তব্য দেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হিরেন্দ্র কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক মো. আলা উদ্দীন, শঙ্করী চক্ররবর্তী, মো. আমিনুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, চম্পা রাণী সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এরশাদ আলী, মো. আব্দুল কাদির, রোকেয়া বেগম, সহিবুর রহমান,আব্দুল মোতালিব ও শিক্ষার্থীরা।


এসটি-০১/এএফ-১৮