আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, নিহত ১৪

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৭, ২০২৩
০৯:১৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২৩
০৯:১৭ পূর্বাহ্ন



আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, নিহত ১৪


আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছে। আজ শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। 

আফগানিস্তানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। 

হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেছেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখিত সংখ্যক মানুষ মারা গেছে। তবে এটিই চূড়ান্ত নয়। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকার খবর পেয়েছি আমরা।’



এএফ/১৪