সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৮, ২০২৩
০৫:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২৩
১২:৪৩ অপরাহ্ন
ইসরাইলি বিমান হামলায় পুড়ছে ফিলিস্তিন। ছবি-সংগৃহীত
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২০ শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো এক হাজার ৭৮৮ জন আহত হয়েছেন। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি বলছে, এর আগে গাজা উপত্যকার একাধিক ভবনে হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি বিমানবাহিনী।
সোশ্যাল মিডিয়ায় ছবি ও ফুটেজে দেখা যাচ্ছে, উপাসনালয়সহ অসংখ্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।
এর আগে শনিবার ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে হামলা চালায় হামাস। সে সময় ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়ার পাশাপাশি হামাসের যোদ্ধারা স্থল ও নৌপথে ইসরায়েলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ওই হামলার কয়েক ঘণ্টা পর গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল।
সূত্র : বিবিসি
এএফ/০৫