নেতানিয়াহুকে মোদি বললেন ‘ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২৩
০৮:৩২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২৩
০৮:৩২ অপরাহ্ন



নেতানিয়াহুকে মোদি বললেন ‘ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে’


ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাত ও যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মোদি।

তিনি লিখেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।’

মোদি আরও লেখেন, ‘পরিস্থিতি সম্পর্কে জানানোয় আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। জানিয়েছি এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’ খবর আনন্দবাজারের।

২০১৭ সালে ইসরায়েল সফরের সময় থেকেই মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেতানিয়াহুর। প্রকাশ্যে মোদিকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ২০১৮ সালে ভারত সফর করেছিলেন নেতানিয়াহু। সে সময় যৌথ বিবৃতিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের’ অঙ্গীকার করেছিল দিল্লি এবং তেল আবিব।

এর মধ্যে গত শনিবার ইসরায়েলে হামাসের রকেট হামলার পর দীর্ঘ দিনের কূটনৈতিক ভারসাম্যের নীতি থেকে সরে আসে দিল্লি। প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানান প্রধানমন্ত্রী মোদি। এরপর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে মোদির এই অবস্থান নিয়ে।


এএফ/২০