গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০০

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২৩
০৭:১৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২৩
০৩:৪২ পূর্বাহ্ন



গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০০


গাজায় মঙ্গলবার রাতে একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। হামাস এ অভিযোগ করেছে। খবর-আল জাজিরার।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার কারণ জানা যায়নি। সেনাবাহিনী বিস্তারিত খতিয়ে দেখছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট তিন দিনের শোক ঘোষণা করেছেন।

একজন সার্জন জানান, হামলায় হাসপাতালটির একাংশে আগুন লেগে যায় এবং বহু লোক চাপা পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গাজার আল আহলি আরব হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শত শত নিহত ও আহত হওয়ার ইঙ্গিত রয়েছে।

এদিকে ইসরায়েলি গির্জার নেতা বলেছেন, ‘বোমা এখনই বন্ধ করতে হবে। এর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।’



এএফ/০২