খেলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৩
০৬:২০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২৩
০৬:২০ অপরাহ্ন
পর্তুগালের জার্সির পারফরম্যান্স সৌদি ক্লাব আল-নাসরেও টেনে আনলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ম্যাজিকে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে আল-নাসর। নিজেদের মাঠে দামাককে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ক্লাবটি। এতে পয়েন্ট তালিকায় বেনজেমার দল আল ইত্তিহাদকে পেছনে ফেলেছে আল নাসর।
ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল দামাক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্ট্যানচিউর অ্যাসিস্টে নাসরের জালে বল পাঠান জর্জেস-কেভিন এন'কউডো। সেই গোল শোধ করতে বেশি সময় নেননি নাসরের খেলোয়াড়রা।
ম্যাচের ৫২ মিনিটে মিডফিল্ডার তালিস্কা সমতায় ফেরান দলকে। তার চার মিনিট পরেই আল নাসরের জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রোনালদোর ক্লাবটি।
এএন/০৫/২৩১০২৩