শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২৩
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২৩
০২:০০ অপরাহ্ন



শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল


নেপালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক এক্স (সাবেক টুইটার) বার্তায় জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারত ও চীনেও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের রাজধানী নয়াদিল্লির এক বাসিন্দা একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ঘরের সিলিং ফ্যান কম্পনের ফলে দুলতে দেখা যায়। 

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি নেপাল। ফলে সব সময় ঝুঁকিতে থাকে হিমালয় অঞ্চলের দেশটি। সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে দেশটিতে।

সূত্র: এনডিটিভি


এএফ/০২