শিক্ষিকার মেয়েকে যৌন হয়রানি: চিকিৎসক বরখাস্ত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২৩
১০:০৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২৩
১১:৩৮ অপরাহ্ন



শিক্ষিকার মেয়েকে যৌন হয়রানি: চিকিৎসক বরখাস্ত


শিক্ষিকার অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এ ঘোষণা দেন।

এদিকে, ডা. রাজুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। প্যারিস রোডের এ মানববন্ধন শেষে প্রথমে প্রশাসনিক ভবনের ফটকে তালা ও পরে উপাচার্য বরাবর দুটি স্মারকলিপি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এতে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা মহিলা ক্লাব ও বাংলাদেশ মহিলা পরিষদের কর্মীরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বোরাক আলীর সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি সফিকুন্নবী সামাদী, মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদা খালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক মোবাররা সিদ্দিকা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।

গত ৩১ অক্টোবর ভুক্তভোগীর মা রাবি শিক্ষিকা নগরের বোয়ালিয়া থানায় ডা. রাজুর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, ৩০ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটের দিকে নগরের তালাইমারী এলাকার আমেনা ক্লিনিকে তাঁর মেয়েকে যৌন হয়রানি করেন ডা. রাজু।


এএফ/১৮