রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২৩
০৩:১৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
০৩:২২ পূর্বাহ্ন



রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

আহত পুলিশ সদস্য। ছবি- সংগৃহীত


রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজশাহী-নওগাঁ মহাসড়কে বায়া মাছের আড়তের দক্ষিণে পাশে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার। তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত।

এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার রাজশাহী-নওগাঁ মহাসড়কে বায়া মাছের আড়তের দক্ষিণে এয়ারপোর্ট থানার টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে গাড়িতে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার আহত হয়।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এএফ/০১