মারা গেলেন বাংলাদেশকে 'তলাবিহীন ঝুড়ি' বলা হেনরি কিসিঞ্জার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ৩০, ২০২৩
১২:৪০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২৩
১২:৫১ অপরাহ্ন



মারা গেলেন বাংলাদেশকে 'তলাবিহীন ঝুড়ি' বলা হেনরি কিসিঞ্জার


সাবেক শীর্ষ আমেরিকান কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্থানীয় সময় বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিসিঞ্জারের পরামর্শক সংস্থা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তবে এতে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশের ইতিহাসে হেনরি কিসিঞ্জার তার এক মন্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া এক বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার ‘বাস্কেট কেস’ প্রসঙ্গ তোলেন। এর পর থেকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি কথাটা বাংলাদেশের হয়ে যায়।

গত মে মাসে কিসিঞ্জারের শতবর্ষে পা দেন।

১৯৩৮ সালে নাৎসি জার্মান হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা কিসিঞ্জার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হন। তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ছিলেন। ওয়াশিংটন পোস্ট বলছে, কিসিঞ্জার একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট না হয়েও মার্কিন পররাষ্ট্রনীতির ওপর একটি নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন।

গত মে মাসে কিসিঞ্জারের শতবর্ষে পা দেন।

১৯৩৮ সালে নাৎসি জার্মান হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা কিসিঞ্জার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হন। তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ছিলেন। ওয়াশিংটন পোস্ট বলছে, কিসিঞ্জার একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট না হয়েও মার্কিন পররাষ্ট্রনীতির ওপর একটি নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন।


এএফ/০৪