সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২৩
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৩
০১:৩৫ পূর্বাহ্ন
দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারা বলেন, ডা. আব্দুল মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ছিলেন। একাধারে তিনি একজন সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক অমূল্য সম্পদ হারিয়েছে, যা পুরণ হওয়ার নয়। যা আমাদের জন্য বড় ধরনের শূন্যতা তৈরি করবে।
ক্লাব নেতৃবৃন্দ ডা. আব্দুল মালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএন/০৩