বিএনপি নেতা খন্দকার মোশাররফ আইসিইউতে

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১০, ২০২৩
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২৩
০৩:৩৫ পূর্বাহ্ন



বিএনপি নেতা খন্দকার মোশাররফ আইসিইউতে


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই রাজনীতিবিদকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথার চিকিৎসা শেষে দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ। গত ৫ ডিসেম্বর পুনরায় অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ড. খন্দকার মোশাররফের সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর রাখছেন বলেও জানান শায়রুল কবির। 


এএফ/০৯