নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: জাতীয় পার্টি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০১, ২০২৪
১১:১৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২৪
১১:১৪ অপরাহ্ন



নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: জাতীয় পার্টি


জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মনে করে জাতীয় পার্টি।

আজ সোমবার (১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচনী পর্যবেক্ষকদল এনডিআই ও আইআরআইয়ের দুজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে জাপা নেতারা এ কথা বলেন। 

আজ সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলার বাসভবনে এই বৈঠক হয়। এ সময় দলটির বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাজ্জাদ রশীদ উপস্থিত ছিলেন।

সাজ্জাদ রশীদ চাঁদপুর-৪ আসনে জাপা প্রার্থী।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার জাপার সঙ্গে বৈঠক করল প্রতিনিধিদল। এর আগে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে বৈঠক করেছে তারা।

বৈঠকে মূলত নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ সময় জাপা নেতারা নির্বাচন নিয়ে ইতিমধ্যে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনে সরকারি দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা পেশিশক্তি ব্যবহার করছেন বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাশরুর মাওলা কালের কণ্ঠকে বলেন, ‘প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশের বিষয়ে জানতে চেয়েছে। আমরা বলেছি, লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

আমাদের নেতাকর্মীরা গণসংযোগ করতে পারছে না। ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। গাইবান্ধা, লালমনিরহাটসহ কয়েকজন প্রার্থীর ওপর হামলা হয়েছে।’



এএফ/১১