সিলেট মিরর ডেস্ক
                        জানুয়ারি ১৭, ২০২৪
                        
                        ১২:০৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জানুয়ারি ১৭, ২০২৪
                        
                        ০৮:৪০ অপরাহ্ন
                             	
                        
            
    দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আর তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, রমজানের আগেই প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
অশোক কুমার বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারো আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকে ঘোষণা করব।
এএফ/০৩