আঞ্জুমান মফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২৪
০৭:২২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২৪
০৭:২২ পূর্বাহ্ন



আঞ্জুমান মফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ


সিলেটের কোম্পানীগঞ্জে আঞ্জুমান মফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কোম্পানীগঞ্জের ধলাইখাল এলাকায় শীতার্ত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংস্থার সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ ইমরান আহমেদ প্রমুখ।

এসময় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সংস্থার নেতৃবৃন্দ জানান- শীতার্ত মানুষের দূর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন/০৩