শিক্ষা গণতন্ত্র মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহবান ছাত্র ফ্রন্টের

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২৪
০৪:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২৪
০৫:০১ পূর্বাহ্ন



শিক্ষা গণতন্ত্র মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহবান ছাত্র ফ্রন্টের


সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠার চার দশক উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আনোয়ার হোসেন, অর্চিতা শর্মা, শিউলি আকবর, প্রমিলা মোদি, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার উপর আঘাত সর্বগ্রাসী। শাসক গোষ্ঠী শিক্ষাকে সাধারণের নাগালের বাইরে নিয়ে পণ্যে পরিণত করেছে।

বক্তারা শিক্ষাক্রম -২০২১ স্থগিত,সর্বজনীন বিজ্ঞানভিত্তিক,সেক্যুলার একই পদ্ধতি শিক্ষা চালু,কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ , ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষা -গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।


এএফ/১০