সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৪
০৫:২৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২৪
০৫:২৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দেশটির ইলিনয়ে দুটি বাড়িতে গুলিবিদ্ধ আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে দুটি বাড়িতে তাদের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন বন্দুকধারীকে খোঁজা হচ্ছে। খবর-বিবিসি
পুলিশ বলছে, তারা জোলিয়েট শহরে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
![]()
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন। ন্যান্সকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা উচিত।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন হামলাকারী একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি চালান বলে ধারণা করা হচ্ছে।
শিকাগো থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ করা হয়েছে।
জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছে।
সংবাদ ব্রিফিংয়ে বিল ইভান্স বলেন, সোমবার স্থানীয় সময় ১৮টা ৪ মিনিটে পুলিশকে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ওয়েস্ট একর রোডে ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা সেখানে সাতজনের মরদেহ দেখতে পান।
এএফ/০১