বিদেশিরা প্রকল্প বন্ধ করে দিলে আমরা বসে থাকব নাকি : পরিকল্পনামন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৫, ২০২৪
১০:২০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২৪
১০:২০ পূর্বাহ্ন



বিদেশিরা প্রকল্প বন্ধ করে দিলে আমরা বসে থাকব নাকি : পরিকল্পনামন্ত্রী

বিদেশি অর্থায়নে পরিচালিত মেঘা প্রকল্পের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেছেন, ‘বিদেশিরা আমাদের প্রকল্প বন্ধ করে দেবে, আর আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব নাকি? আমরা গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচিত সরকার আছে। এখানে যে কেউ এসে মাতবরি করে যাবে, এটা হবে নাকি?’

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিছু বিদেশি ঋণনির্ভর বিদ্যুৎ খাতের প্রকল্পে বৈদেশিক অর্থায়ন বন্ধ হয়ে যাবে বলে হুমকি পাওয়া যাচ্ছে—সরকার এ বিষয়ে কী ভাবছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। যেটা বাস্তব, সেটা নিয়ে কথা বলবেন। যারা (বিদেশিরা) প্রকল্পে ঋণ দিচ্ছে, তাদের কি স্বার্থ নেই? তারা কি ঋণের বদলে ইন্টারেস্ট (সুদ) পাচ্ছে না? তবে প্রকল্প যেন সঠিক সময়ে বাস্তবায়িত হয়, সেটা আমরাও চাই, তারাও (বিদেশিরা) চায়।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে গতি আনতে এবং অর্থ ছাড় করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। প্রতি মাসে অন্তত একটি সভা করবে এই কমিটি। এই কমিটিতে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যরা থাকবেন। এ ছাড়া প্রকল্প প্রস্তাব যাচাই–বাছাই করে তা অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়া করে থাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগ। এখন পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্যরা এতে সম্পৃক্ত হবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।

আরসি-০৫