জন্মদিনে সাবেক অর্থমন্ত্রী মুহিতের কবর জিয়ারতে সংসদ সদস্য নাদেল

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২৪
১২:২৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৪
১২:২৭ পূর্বাহ্ন



জন্মদিনে সাবেক অর্থমন্ত্রী মুহিতের কবর জিয়ারতে সংসদ সদস্য নাদেল


বিশিষ্ট অর্থনীতিবিদ, কূটনীতিক ও মুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৯০তম জন্মবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় নগরের রায়নগরে কবরে জিয়ারতে যান। এর আগে পবিত্র ওমরাহ পালন শেষে আজ সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখান থেকে বিমানযোগে সিলেট এসে সরাসরি রায়নগর যান তিনি। 

এসময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালক মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জমাদিন আহমদ প্রমুখ।  

তারা মরহুমের কবরের পাশে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন। তারা আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

এরপর তিনি নিজের সংসদীয় এলাকা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভায় যোগ দেন। পরে মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএফ/০৬