ব্যাটারিচালিত যানবাহনের মোটর-ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুন: সংগ্রাম পরিষদ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৫, ২০২৪
০৮:৫৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৪
০৮:৫৩ অপরাহ্ন



ব্যাটারিচালিত যানবাহনের মোটর-ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুন: সংগ্রাম পরিষদ


ব্যাটারিচালিত যানবাহনের মোটর-ব্যাটারি খুলে নেওয়ার সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সিদ্ধান্ত প্রত্যাহার, ব্যাটারিচালিত যানবাহন আটক, হয়রানির চাঁদাবাজি বন্ধ ও লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা।

জমায়েত শেষে হাজার হাজার শ্রমিকের বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর আহ্বায়ক আবু জাফর ও রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সহ-সভাপতি শহীদ মিয়া, ইয়াছিন আহমদ, আনোয়ার হোসেন, মোহসিন আহমদ, মনজুর আহমদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন,৫নং ওয়ার্ড কমিটির সভাপতি ইউসুফ আলী,৬নং ওয়ার্ড তুহিন আহমদ,৮নং ওয়ার্ড সভাপতি বিলাল আহমদ,৯নং ওয়ার্ড সভাপতি আমির হামজা ,১০ নং এর জামাল উদ্দিন, ১৪নং ওয়ার্ড এর মিজান রহমান,১৭ নং ওয়ার্ড এর তাজুল ইসলাম,২০ ওয়ার্ডের টুনু বাবু,২৫নং ওয়ার্ড আসলাম উদ্দিন,৩০ নং ওয়ার্ড এর অভি ইসলাম, ৩৭ নং ওয়ার্ড সভাপতি  টুকেরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিমানবন্দর শাখার সভাপতি সেলিম আহমদ,দিনাজ আহমদ,প্রমূখ।

প্রতিনিধি সভায় বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ ব্যাটারি চালিত যানবাহন আটক করে ব্যাটারি-মোটর খুলে নেওয়ার সিদ্ধান্তের ফলে নগরের প্রায় ২০হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। সারাদেশে যখন স্বাভাবিকভাবেই ব্যাটারিচালিত যানবাহন চলছে তখন সিলেট নগরের ট্রাফিক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। সরকারও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানে একটি খসড়া নীতিমালা তৈরি করেছেন।’

বক্তারা বলেন, ‘সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এমনিতেই ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকরা এড়িয়ে চলে। নগরের যানজটের জন্য কোনোভাবেই ব্যাটারিচালিত যানবাহন দায়ী নয়। তাছাড়া পরিবেশ বান্ধব,স্বল্প ভাড়া বাহন হিসেবে নাগরিক জীবনেও এর প্রভাব রয়েছে।’

বক্তারা অবিলম্বে, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে “প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের স্ষ্ঠুু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১” এর দ্রত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারি চালিত যানবাহনের দ্রত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিআরটিএ কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ, রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করা, সিলেট মহানগর ট্রাফিক কতৃপক্ষ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহন আটক করে ব্যাটারি -মটর খুলে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



এএফ/০৯