কমতে পারে রাতের তাপমাত্রা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৬, ২০২৪
০৩:২৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৪
০৩:২৯ অপরাহ্ন



কমতে পারে রাতের তাপমাত্রা


সিলেটসহ সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শনিবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকবে। রবিবার সারা দেশে রাতে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়ে ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। 


এএফ/০৪