জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা

খেলা ডেস্ক


মার্চ ০৪, ২০২৪
০২:৩২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২৪
০২:৪২ পূর্বাহ্ন



জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ


জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় টাইগাররা। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস। শেষ কয়েকটি সিরিজে এই ফরম্যাটে সাফল্য পাওয়ায় টাইগাররা নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করেছে। ২০২২ সাল থেকে এই ফরম্যাটে কোনো দ্বিপক্ষীয় সিরিজে হারেনি তারা। যদিও এই সময়ে বহুজাতিক টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৩ বারের মোকাবিলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা। পরিসংখ্যান নয় মাঠের পারফরম্যান্সে নজর লাল-সবুজের প্রতিনিধিদের।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে পাবে না শ্রীলঙ্কা। হাসারাঙ্গার পরিবর্তে সিরিজের প্রথম দুই ম্যাচে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন সহঅধিনায়ক চারিথ আসালাঙ্কা। তবে ট্রফি উন্মচনে হাসারাঙ্গাই বাংলাদেশ অধিনায়কের সঙ্গে পোজ দিয়েছেন। আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

এএন/০২