সিলেট মিরর ডেস্ক
মার্চ ২২, ২০২৪
০৬:৩৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২৪
০৬:৩৪ অপরাহ্ন
শ্রীলঙ্কার মতো ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশও। তৃতীয় সেশনের শেষ অংশে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে স্বাগতিকরা তিন উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২ রান।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ এখনো ২৪৮ রানে পিছিয়ে।
মাহমুদুল হাসান জয় নয় ও শূন্য রান নিয়ে তাইজুল ইসলাম আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন জাকির হাসান ও মাহমুদুল। বিশ্ব ফার্নান্ডোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাকির।
২ চারে নয়রান করেন এই বাঁহাতি ওপেনার। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনিও বিশ্ব ফার্নান্ডোর এলবিডব্লিউর শিকার। নাজমুল আউট হয়েছেন পাঁচ রান করে।
তৃতীয় উইকেটও ভেঙেছে দ্রুতই। এবার শ্রীলঙ্কাকে উচ্ছ্বাসে ভাসান আরেক পেসার কাসুন রাজিথা। মমিনুল হককে তৃতীয় স্লিপে থাকা কামিন্দু মেন্ডিসের ক্যাচ বানিয়ে ফেরান এই পেসার। পাঁচ রান করেন বাংলাদেশ একাদশের সবচেয়ে এই অভিজ্ঞ ব্যাটার। উইকেটের স্রোতে বান দিতে এরপর নাইটওয়াচম্যান তাইজুলকে পাঠায় বাংলাদেশ।
এক বল খেলে আর কোনো বিপদ হতে দেননি তাইজুল।
এর আগে ৫৭ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে। দুজনেই পূর্ণ করেন সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে দুজনের ২০২ রানের অসাধারণ জুটিতে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। সেই ভিতের ওপর দাঁড়িয়ে দারুণ শুরু করেছেন বোলাররাও।
এএফ/০৭