বঙ্গবীর অগ্রগামীর কাছে রেকর্ড বড় হার মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক


জানুয়ারি ২৭, ২০২৬
১১:৪৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২৬
০৪:০৭ পূর্বাহ্ন



বঙ্গবীর অগ্রগামীর কাছে রেকর্ড বড় হার মোহামেডানের


সিলেটের প্রথম বিভাগ ক্রিকেট লীগে রীতিমতো রেকর্ড গড়া হার হজম করেছে স্থানীয় ক্রিকেটের বড় শক্তি মোহামেডান স্পোটিং ক্লাব। লিগে চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বড় জয়ের গৌরবের গল্প লিখল বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। 

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড–২ এ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা হারাল ১৭৩ রানের বড় ব্যবধানে।

নির্ধারিত ৫০ ওভারে অগ্রগামীর স্কোরবোর্ডে যোগ হলো ৪২৫ রান। এই লিগে এর চেয়ে বড় সংগ্রহ একটিই—ওয়ান্ডারস ক্লাবের বিপক্ষে শক্তিশালী জিমখানা ক্লাবের করা ৪৫৭। তার পরেই জায়গা করে নিল এই ইনিংস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। তবে ব্যাট হাতে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বঙ্গবীর অগ্রগামী।

দলের হয়ে তোফায়েল খেলেন ইনিংসসেরা ১১৫ রানের ঝলমলে ইনিংস। ১০৬ বলের এই ইনিংসে ছিল ধারাবাহিক আগ্রাসন। তাকে দারুণভাবে সঙ্গ দেন ওয়াসিফ, যিনি ৫৮ বলে করেন ১০৩ রান। ইমতিয়াজ হোসেন তান্না ৫৩ এবং বাপ্পী যোগ করেন ৩৯ রান। মোহামেডানের হয়ে শাহান নেন ৪ উইকেট, সফর ও এনাম পান একটি করে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে ২৫২ রান। ইমরান আলী এনাম ৭৫ বলে করেন ৬১ রান। এ ছাড়া এ. আসাদ ৪৪ এবং শাহান ৪৩ রান করেন। তবে রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচে ফিরতে পারেনি তারা।

বঙ্গবীর অগ্রগামীর বোলিংয়ে আলক কাপালি নেন ৩ উইকেট। খালেদ পান ২টি, আর এনামুল হক জুনিয়র, তোফায়েল ও সম্রাট নেন একটি করে উইকেট।

ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচসেরা হন তোফায়েল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির সভাপতি খন্দকার রাজিন সালেহ আলম এবং লিগ কমিটির সম্পাদক কবির আহমদ।

আগামী ২৯ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিমখানা ক্লাবের মুখোমুখি হবে ইয়ুথ সেন্টার ক্লাব। একই দিনে গ্রাউন্ড–২ আউটারে অনির্বাণ ক্রীড়া চক্র খেলবে ইয়ং প্যাগাসাস ক্লাবের বিপক্ষে।

আরসি-০৫