৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২৪
০২:৪৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২৪
০৫:০২ অপরাহ্ন



৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান


 

পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে বুধবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দ্বীপরাষ্ট্রটিতে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপান এবং ফিলিপাইনের দ্বীপাঞ্চলগুলোতে।

তাইওয়ানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে কম বসতিপূর্ণ পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনে হেলে পড়েছে বিভিন্ন ভবন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিভিন্ন ভবনে কিছু মানুষ আটকা পড়েছেন, তবে ভূমিকম্পে প্রাণহানি কিংবা আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানায়, স্থানীয় সময় সকাল সাতটা ৫৮ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি, উৎপত্তিস্থলে যার গভীরতা ১৫ দশমিক পাঁচ কিলোমিটার। ভূকম্পনের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে রাজধানী তাইপের বিভিন্ন স্থান।

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ওকিনাওয়ার দক্ষিণের অংশবিশেষে কিছু সুনামি ঢেউ দেখা যায়।

দেশটি শুরুতে সুনামি সতর্কতা জারি করে, যা পরবর্তী সময়ে কমিয়ে পরামর্শে সীমাবদ্ধ রাখা হয়।

ফিলিপাইনের ভূকম্পনবিদ্যা সংস্থা কয়েকটি প্রদেশের উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে তাদের অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে যাওয়ার তাগিদ দিয়েছে।

জিসি / ০৪