রুমার পর থানচির দুই ব্যাংকে সন্ত্রাসী হামলা, ক্যাশ থেকে টাকা লুুট

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২৪
১০:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২৪
১০:২৬ অপরাহ্ন



রুমার পর থানচির দুই ব্যাংকে সন্ত্রাসী হামলা, ক্যাশ থেকে টাকা লুুট

রুমার পর থানচির দুই ব্যাংকে সন্ত্রাসী হামলা, ক্যাশ থেকে টাকা লুুট


বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচিতেও ব্যাংকে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংক শাখায় অভিনব সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার ১৬ ঘণ্টা পর আজ থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক শাখায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। 

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা থানচি বাজার ঘিরে ফেলে সবার কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয়।

পরে তারা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে বস্তাভর্তি করে এবং গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, থানচিতে হামলাকারীরা স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল আর্মি’ (কেএনএ) ইউনিফর্ম পরা ছিল। কারো কারো মুখে মাস্ক থাকলেও প্রায় সবার হাতেই ছিল অত্যাধুনিক অস্ত্র।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

জিসি / ০৬