২ দিনেও খোঁজ নেই অপহৃত ম্যানেজারের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৪, ২০২৪
০৩:২১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২৪
১০:৪৬ অপরাহ্ন



২ দিনেও খোঁজ নেই অপহৃত ম্যানেজারের

২ দিনেও খোঁজ নেই অপহৃত ম্যানেজারের


বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনের এখনও কোনো খোঁজ মেলেনি। দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি। অস্ত্রধারীরা মুক্তিপণ চেয়ে এখনও কল কিংবা কোনো ধরনের যোগাযোগ করেনি। তবে এ ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা জড়িত বলে জানিয়েছেন তদন্ত সংস্থা।

সোনালী ব্যাংক রুমা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার নারায়ণ দাশ বলেন, ম্যানেজার নেজাম স্যারকে অপহরণের পর আর কোনো যোগাযোগ হয়নি। যারা অপহরণ করেছে তারাও যোগাযোগ করেনি। এখনও মুক্তিপণ চায়নি কেউ। উনি কেমন আছে তাও জানি না।

যদিও অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে যৌথ বাহিনী রুমায় তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনী, পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ জিআইজি নুরে আলম মিনা বলেন, ‘অপহৃত ম্যানেজারের খোঁজ ও উদ্ধারে আমরা কাজ করছি। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টার দিকে রুমা শহরের সোনালী ব্যাংকে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। এ সময় ব্যাংক কর্মকর্তা, নিরাপত্তারক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করা হয়। অপহরণ করা হয় ওই শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে। লুট করা হয় পুলিশ-আনসারের ১৪ অস্ত্র ও ৩২০ রাউন্ড গুলি।

জিসি / ০৪