ভূমিকম্পে কেঁপে উঠল নিউইয়র্ক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৫, ২০২৪
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২৪
০২:৪৩ অপরাহ্ন



ভূমিকম্পে কেঁপে উঠল নিউইয়র্ক


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের প্রতিবেদন অনুযায়ী, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন, এনজে এলাকায়। এই অঞ্চলটি ম্যানহাটন থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের পর পর ইস্ট কোস্টের বেশ কয়েকটি বিমানবন্দর অবিলম্বে বিমান চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক পুলিশ বিভাগ ক্ষয়ক্ষতির কোনো খবর দিতে না পারলেও শহরজুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।


এএফ/০৬