অস্ট্রেলিয়ায় ঈদ বুধবার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৮, ২০২৪
০৮:৩৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২৪
০৬:০০ পূর্বাহ্ন



অস্ট্রেলিয়ায় ঈদ বুধবার


অস্ট্রেলিয়ায় বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। সোমবার দেশটির ফতোয়া কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। 

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় সুনির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে শাওয়ালের চাঁদ দেখা যাবে। তাই এ দিন রজমান শেষ হবে। পরের দিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

একটি বিশেষ পদ্ধতিতে ঈদুল ফিতরের চাঁদের হিসাব নির্ধারণ করেছে অস্ট্রেলিয়া। এতে সূর্য ডোবার আগে চাঁদের জন্মকাল, সূর্য ডোবার পর চাঁদের অস্তকাল হিসাবে নেওয়া হয়েছে। 

তাই অস্ট্রেলিয়ার আকাশে মঙ্গলবার যে চাঁদ দেখা যাবে, তা অত্যন্ত ক্ষণিকের। খালি চোখে তা দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। 

দেশটির ফতোয়া কাউন্সিল বলছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে এটাই গ্রহণযোগ্য চাঁদ দেখার পদ্ধতি। 

যেহেতু বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ঈদের চাঁদ দেখা হয়, তাই অন্য দেশের চাঁদ দেখার পদ্ধতির স্থানীয় মূল্যবোধের প্রতি সম্মান জানিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল। 


সূত্র : গালফ নিউজ, প্রতিদিনের বাংলাদেশ,



এএফ/০৩