সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৯, ২০২৪
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২৪
০৭:৪১ পূর্বাহ্ন



সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত


সিলেটে মাত্র তিন ঘণ্টার ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন ভারী বর্ষণে ডুবেছে নগরের বিভিন্ন এলাকা ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

শনিবার (৯ জুন) সন্ধ্যা  থেকেই শুরু হয় বৃষ্টিপাত। কিন্তু রাত নয়টার পর থেকে ভারী বর্ষণ শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত হলেও রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘন্টায় হয়েছে ২২০ মিলিমিটার বৃষ্টিপাত। 

এসব তথ্য নিশ্চিত করেছেন, আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। 

টানা এই তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ওসমানী কলেজ ভবন। একইসঙ্গে হাসপাতালের ২৬, ২৭নং ওয়ার্ড রয়েছে ঝুঁকিতে। ছুঁই ছুঁই করছে পানি। যেকোনো সময় পানিতে ভেসে যেতে পারে নিচতলার ওয়ার্ডগুলো। 

এই প্রতিবেদন লেখা (সাড়ে ১২টা) পর্যন্ত ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে তারা আতঙ্কে আছেন। যেকোনো সময় তাদের এই ওয়ার্ডে পানি উঠে ব্যাহত হতে পারে চিকিৎসা সেবা। 

হাসপাতাল পানিবন্দী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।

তিনি বলেছেন, ‘হাসপাতাল এলাকা ডুবার পর পানি হাসপাতাল ভবনেও ঢুকেছে। তবে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে পানি ঢুকা ঠেকানো গেছে এখন পর্যন্ত।’


এএফ/০৩