সোনার দাম ভরিতে বাড়ল ১০৭৩ টাকা

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২৪
০২:০৮ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২৪
০২:০৮ অপরাহ্ন



সোনার দাম ভরিতে বাড়ল ১০৭৩ টাকা

সোনার দাম ভরিতে বাড়ল ১০৭৩ টাকা


দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম বেড়েছে ৭৩৫ থেকে ১ হাজার ৭৩ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা। এতে দাম বেড়েছে ১ হাজার ৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২৬ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ৮৭৪ টাকা বেড়ে দাম হয়েছে ৯৫ হাজার ৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিতে ৭৩৫ টাকা বেড়ে দাম হয়েছে ৭৯ হাজার ১১৭ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

জিসি / ০১