সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৭, ২০২৪
০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২৪
০৯:৩৮ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল রাজনীতিমুক্ত ষোষণা করা হয়েছে। হলটিকে রাজনীতিমুক্ত ঘোষণা করা এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন প্রভোস্ট নিলুফা পারভীন।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে রাত ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীদের কক্ষ অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোকেয়া হলের সামনে থেকে রাত ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারীদের একটি সূত্র জানিয়ছে, মোট ৯জন ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন আন্দোলনকারীরা।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম মাকসুদুর রহমান বলেন, 'রোকেয়া হল থেকে ১০ জন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে। ভেতরে আটকে পড়া একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীরা হলে ঢুকেন। তখন অবস্থানরত হলের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের বের করে দেওয়ার জন্য তাড়া করেন। তখন হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা তাদেরকে (নেত্রীদের) প্রটেক্ট করেন। এক পর্যায়ে প্রক্টর হলে ঢুকতে চায়লে তাদেরকেও বাধা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা নেত্রীদের মারধর করে বের দেন।
তারা আরো জনান, রাত ১টার পর সাধারণ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ ম্যামের কাছে একটি লিখিত স্টেটমেন্ট নেন। যেখানে তারা ১৭ জুলাই, ২০২৪ থেকে রোকেয়া হলে কোনো ধরণের রাজনীতি চলবে না মর্মে ম্যামের কাছ থেকে সিলসহ স্বাক্ষর নেন।
এএফ/০২