সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৯, ২০২৪
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২৪
০১:৩৬ পূর্বাহ্ন
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে অগিকাণ্ডের ঘটনার পর রাষ্ট্রায়ত্ত চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় এই আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এর আগে বিকেলে সম্প্রচার বন্ধের আশঙ্কা জানিয়ে বিটিভি প্রধান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সন্ধ্যা ৬ টায়ও আগুন জ্বলছে, ডিজাইন শাখা পুড়ে গেছে।
এখন যদি মূল কেন্দ্র জ্বলে যায়, তাহলে বিটিভির প্রচার বন্ধ হয়ে যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।
বিটিভির ফেসবুকে আরেক পোস্টে জানানো হয়, তাদের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েক ডজন গাড়িতেও আগুন দেওয়া হয়।
এএফ/০