মেট্রো রেল চালু হবে কবে, যা জানা গেল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৪, ২০২৪
০৯:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২৪
১০:২৮ অপরাহ্ন



মেট্রো রেল চালু হবে কবে, যা জানা গেল


চলতি সপ্তাহে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ১৮ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হলে বিকেল ৫টা থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল।

পরদিন শুক্রবার (১৯ জুলাই) মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর পর থেকে সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে পাঁচ দিন ধরেই বন্ধ রয়েছে মেট্রো রেল।

আজ বুধবার (২৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়ে বলেন, ‘চলতি সপ্তাহে মেট্রো রেল চালুর সম্ভাবনা নেই।’ তবে কবে নাগাদ মেট্রো রেল চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে ডিএমটিসিএল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালু করতে দীর্ঘ সময় লাগতে পারে। এ জন্য মেট্রো রেল চলাচল শুরুর পরেও এ দুই স্টেশনে ওঠানামা বন্ধ থাকবে।



এএফ/০২