আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২৪
০২:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৪
১১:০৪ অপরাহ্ন



আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -ফাইল ছবি


কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতির মধ্যে আজ বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে। 

আগামীকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


এএফ/০২